তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিগত নির্বাচনে আমি ফেনী -১ আসনে ধানেরশীষ প্রতীকে প্রার্থী হয়ে জনগনের ভোটাধিকার রক্ষায় কাজ করেছি।
আগামীতেও বিএনপির যেকোন সিদ্ধান্তে কাজ করে যাব। আপনারা সব সময় আমাকে পাশে পাবেন। তিনি আগামীদিনে গনতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সকলকে সোচ্ছার থাকার আহবান জানান।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ফেনী কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এর আগে ফেনী জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় ইফতারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, জেলা আমীর এ.কে.এম শামছুদ্দীন, সেক্রেটারী মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম,
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত,
স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, পৌর যুবদল আহবায়ক জাহিদ হোসেন বাবলু, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, যুগ্ন সাধারন সম্পাদক রশিদ মজুমদারসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে , বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসুস্থ্য নেতাকর্মীদের সুস্থাস্থ্য , দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।