সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • ফেনী

  • বাংলাদেশ

    বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু শিগগিরই চালু হবে

    আন্তর্জাতিক ডেস্কঃ থেকে
    প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪ ইং
          43
    ছবি:
      Print News

    বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু শিগগিরই

    চালু হবে


    আন্তর্জাতিক ডেস্কঃ ৬ ডিসেম্বর রোজ শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে খুব শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে।

    শুক্রবার (৬ ডিসেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

    পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে এস এম মাহবুবুল আলম আরও বলেন, “পাকিস্তানের ব্যবসায়ী সংগঠন হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির (এইচসিএসটিএসআই) সহযোগিতায় দুই দেশের আমদানিকারক ও রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।”

    পাকিস্তান থেকে ২৫,০০০ টন চিনি কিনল বাংলাদেশপাকিস্তান থেকে ২৫,০০০ টন চিনি কিনল বাংলাদেশ

    তিনি বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বাণিজ্য মেলায় অংশগ্রহণের জন্য এই ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানানো হয়েছে।”

    এসময় তিনি তাদের অংশগ্রহণের সুবিধার্থে ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে বলেও আশ্বাস দেন।

    আলম জানান, বাংলাদেশ ৮০টি পণ্য পাকিস্তানে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার জন্য আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।

    বাংলাদেশকে অত্যন্ত আকর্ষণীয় বাজার হিসেবে উল্লেখ করে তিনি এইচসিএসটিএসআইকে ঢাকায় একটি প্রতিনিধি দল পাঠাতে আহ্বান জানান।

    অনুষ্ঠানে এইচসিএসটিএসআই-এর সভাপতি মুহাম্মদ সেলিম মেমন বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তাছাড়া ইতিহাসে প্রথমবারের মতো গত ১১ নভেম্বর পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি কার্গো জাহাজ পৌঁছানোর বিষয়টিকে তিনি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

    মেমন এসময় বাংলাদেশি ব্যবসায়ীদের পাকিস্তানের প্রদর্শনীতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান এবং বাংলাদেশের বাণিজ্য মেলায় যোগদানের জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের যথাযথ সুবিধা নিশ্চিতেরও আহ্বান জানান। এছাড়া মেনন ঢাকায় শুল্ক ছাড়পত্র পেতে পাকিস্তানি পণ্য রপ্তানিকারকরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন, সেগুলো দ্রুত সমাধানের আহ্বান জানান।

    এদিকে, বাংলাদেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ই-ভিসা আবেদনের সুযোগ দিয়েছে পাকিস্তান। অনলাইনে আবেদন করলে কয়েক ঘণ্টার মধ্যেই পাওয়া যাচ্ছে ই-ভিসা। বাংলাদেশি যাত্রীদের পাকিস্তানের বিভিন্ন গন্তব্যে নিতে দীর্ঘদিন ধরেই আগ্রহ প্রকাশ করেছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। এখন বাংলাদেশিদের আগ্রহ দেখে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে তারা।

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 549022
    সম্পাদক ও প্রকাশক : আবদুল হালিম
    সহ-সম্পাদক : মোঃ কামাল হোসেন
    ০১৮১৪-৭২৩৩৩৪, shahosikontho71@gmail.com
    সাহসীকন্ঠ ৭১ ডট কম
    শাখা অফিসঃ
    অলি মিজি ভবন, পশ্চিম ছাগলনাইয়া, ফেনী
    প্রধান কার্যলয়
    কুড়িল বিশ্বরোড,কুড়াতলী ঢাকা-১২২৯,৩০০" ফিট রাস্তা পার্শ্বে