বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • ফেনী

  • বাংলাদেশ

    ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত ও উত্তেজনায় সীমান্তে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

    সাহসীকন্ঠ৭১ডট কম ডেস্কঃ থেকে
    প্রকাশ: ০৭ মে ২০২৫ ইং
          70
    ছবি:
      Print News

    সাহসীকন্ঠ৭১ডট কম ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যাতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান বাহারুল আলম।বুধবার ঢাকার গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।

    মহাপুলিশ পরিদর্শক বলেন, “দুই দেশের সংঘাতপূর্ণ পরিবেশের মধ্যে বাংলা‌দে‌শের নিরাপত্তা যেন বি‌ঘ্নিত না হয়, সে ব্যাপারে আইজিপি সতর্ক করে ৩২ জেলা পুলিশ সুপারদের বলেছেন- কোনো জ‌ঙ্গি বা সন্ত্রাসীরা যেন দে‌শে প্রবেশ কর‌তে না পা‌রে।”

    এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা ইনামুল হক সাগর বলেন, ভারতের সঙ্গে ৩২টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি সীমান্ত জেলা রয়েছে।গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহারুল আলম।যোগাযোগ করা হলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক থাকার নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার বদলায় দিল্লি মঙ্গলবার গভীররাতে পাকিস্তানে হামলা চালায়। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দিয়েছে ইসলামাবাদ। এ সংঘাতে পাকিস্তানে অন্তত ২৬ জন এবং ভারতে ১০ জন মারা গেছে।

    গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। তার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান।

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 628172
    সম্পাদক ও প্রকাশক : আবদুল হালিম
    সহ-সম্পাদক : মোঃ কামাল হোসেন
    ০১৮১৪-৭২৩৩৩৪, shahosikontho71@gmail.com
    সাহসীকন্ঠ ৭১ ডট কম
    শাখা অফিসঃ
    অলি মিজি ভবন, পশ্চিম ছাগলনাইয়া, ফেনী
    প্রধান কার্যলয়
    কুড়িল বিশ্বরোড,কুড়াতলী ঢাকা-১২২৯,৩০০" ফিট রাস্তা পার্শ্বে