আন্তর্জাতিক ডেস্কঃ এর আগেও ঘোষণা দিয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে ইসরাইল। ইরানের সাবেক প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকেও এক ধরনের অনানুষ্ঠানিক ঘোষণা দিয়ে হত্যা করেছিল ইসরাইল।
আল্লাহ না করুক, আমি কোনভাবেই এই হুমকিকে উড়িয়ে দিচ্ছিনা। এটি ঘটার সম্ভবনা শতভাগ। এই হত্যা তারা করবেই।ইসরাইল নিশ্চিত না হয়ে,হত্যার সব প্রস্তুতি এবং গুপ্তচরদের নিরবচ্ছিন্ন তথ্য না পেলে এই ঘোষণা তারা দিতনা। এই হত্যা সম্ভবনাকে শতভাগ বলার কারণ অনেক বহু। ইরানের প্রধান সমস্যা নিজেদের ভেতরে সামরিক,
প্রশাসনিক,সরকারের উচ্চপদস্থ স্তরে থাকা ইসরাইলী গুপ্তচর বহর।এই বহরই গত কয়েকদিনের মধ্যেই সেনা প্রধান,বিপ্লবী গার্ড প্রধান,পুলিশ প্রধান,ন্যাশনাল গোয়েন্দা প্রধান,ডজন উচ্চপদস্থ সামরিক জেনারেল,অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরিয়ে দিতে সহায়তা করেছে। সামনে আরও অনেক কিছু হারাতে পারে ইরান।