মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • ফেনী

  • বাংলাদেশ

    ল্যাভরভ তিন দিনের উত্তর কোরিয়া সফরে আছেন। পিয়ংইয়ং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সৈন্য ও অস্ত্রসহ

    আন্তর্জাতিক ডেস্কঃ থেকে
    প্রকাশ: ১৩ জুলাই ২০২৫ ইং
          224
    ছবি: সাহসীকন্ঠ৭১ডট কম
      Print News

    আন্তর্জাতিক ডেস্কঃ কিম পূর্ব উপকূলীয় শহর ওনসানে ল্যাভরভের সঙ্গে দেখা করেন। সেখানে তার সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিপক্ষ চোয়ে সন হুই তাদের দ্বিতীয় কৌশলগত সংলাপে বসেন। এ সময় গত বছর সই করা ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেয় উপয় পক্ষ।

     বিস্তারিত জানতে ক্লিক করুনw

    ww.sahoshikontho71.com

    উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম ল্যাভরভকে বলেছেন, বৈশ্বিক ভূ-রাজনীতির আমূল পরিবর্তনের প্রতিক্রিয়ায় মিত্রদের গৃহীত পদক্ষেপগুলো বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক অবদান রাখবে।

    কেসিএনএ বলেছে, কিম জং উন পুনরায় নিশ্চিত করেছেন, ইউক্রেনীয় সংকটের মূল কারণ মোকাবেলায় রাশিয়ান নেতৃত্বের গৃহীত সমস্ত পদক্ষেপকে নিঃশর্তভাবে সমর্থন এবং উৎসাহিত করতে তার দেশ প্রস্তুত।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, দুই নেতা করমর্দন করছেন এবং একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাচ্ছেন।

    কেসিএনএ জানিয়েছে, দুই নেতাক্তি '২০২৪ সালের জুনে ঐতিহাসিক ডিপিআরকে-রাশিয়া শীর্ষ সম্মেলনে গৃহীত চুক্তিগুলো বিশ্বস্ততার সাথে বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো' নিয়েও আলোচনা করেছেন।

    আল জাজিরার পরিবেদন বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে মস্কোর সম্পর্ক নাটকীয়ভাবে গভীর হয়েছে। পিয়ংইয়ং মস্কোকে সমর্থন করার জন্য ১০ হাজারেরও বেশি সেনা এবং বিভিন্ন অস্ত্র পাঠিয়েছে।

    উত্তর কোরিয়ার নেতা আরও বলেন, 'দৃঢ় বিশ্বাস যে, রাশিয়ার সেনাবাহিনী এবং জনগণ দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই বিজয় অর্জন করবে।'

    আপনার মন্তব্য লিখুন
    পাকা তাল বেশি বেশি খাবেন
    ০৮ অগাস্ট ২০২৫ ইং
    Total Visitors : 692722
    সম্পাদক ও প্রকাশক : আবদুল হালিম
    সহ-সম্পাদক : মোঃ কামাল হোসেন
    ০১৮১৪-৭২৩৩৩৪, shahosikontho71@gmail.com
    সাহসীকন্ঠ ৭১ ডট কম
    শাখা অফিসঃ
    অলি মিজি ভবন, পশ্চিম ছাগলনাইয়া, ফেনী
    প্রধান কার্যলয়
    কুড়িল বিশ্বরোড,কুড়াতলী ঢাকা-১২২৯,৩০০" ফিট রাস্তা পার্শ্বে