ফেনী রিপোর্ট ডেস্ক : ফেনীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে রিপোর্টার্স ইউনিটি।
শুক্রবার (৩১ মার্চ) ইউনিটি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রমজানের তাৎপর্য আলোচনা, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ।
ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে ও সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইফতার উদযাপন কমিটির আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।
দোয়া ও ইফতারে অংশ নেন দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি জাফর উদ্দিন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম ও রবিউল হক রবি, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরএম আরিফুর রহমান, দৈনিক মানবজমিন ও বিডি নিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী ও এনামুল হক পাটোয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন ও দিদারুল আলম, দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, দ্যা ডেইলি পোস্ট ও দৈনিক সংবাদ সারাবেলা'র জেলা প্রতিনিধি এস এম ইউসুফ আলী, দি এশিয়ান এইজ ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহাদাত হোসাইন, সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, দৈনিক প্রভাত আলো নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা, সাপ্তাহিক ফেনীর সমাচার সম্পাদক মহিব্বুল্লাহ ফরহাদ, ছাগলনাইয়া ডটকম সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, একুশে টিভি প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জু, বাংলানিউজ টুয়েন্টিফোর স্টার রিপোর্টার সোলায়মান হাজারী ডালিম, ইনডেপেন্ডেন্ট টিভি প্রতিনিধি সমির উদ্দিন ভূঁঞা, গ্লোবাল টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম।
এছাড়াও ইফতারে অংশ নেন ইউনিটির সহ-সভাপতি এম এ জাফর, সহ-সাধারণ সম্পাদক নুর উল্যাহ কায়সার, কোষাধ্যক্ষ তোফায়েল আহম্মদ নিলয়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান, প্রচার সম্পাদক মো: শফি উল্যাহ রিপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কৃষাণ মোশাররফ, ক্রীড়া সম্পাদক আজিজ আল ফয়সাল, সদস্য নুর তানজিলা রহমান, মুহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম, সাহাব উদ্দিন, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় নির্বাহী সম্পাদক জসিম উদ্দিন ফরায়েজী, ডিবিসি টিভির ভিডিও সাংবাদিক দুলাল তালুকদার, বাংলাভিশন টিভি ভিডিও সাংবাদিক মিরাজুল ইসলাম মামুন, এটিএন নিউজ ভিডিও সাংবাদিক মোজাম্মেল হক লিংকন, সিপ্লাস টিভি প্রতিনিধি এম এ আকাশ প্রমুখ।