সিঙ্গাপুর ও মালেশিয়া সফরে যাচ্ছেন নুর হোসেন মজুমদার




১৩ জুন ২০২৫ ইং
সাহসীকন্ঠ৭১ডট কম ডেস্কঃ

সিঙ্গাপুর ও মালেশিয়া সফরে যাচ্ছেন নুর হোসেন মজুমদার 


সাহসীকন্ঠ৭১ডট কম ডেস্কঃ দশ দিনের ব্যবসায়িক সফরে সিঙ্গাপুর ও মালেশিয়ার উদ্দেশ্যে আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৮ঘটিকায় সময় একটি ফ্লাইটে রওয়ানা হয়েছেন। ছাগলনাইয়া উপজেলা জাসাস'র সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন মজুমদার। 

সফলভাবে ব্যবসায়য়িক সফর সম্পন্ন করার লক্ষ্যে তিনি সকলের দোয়া কামনা করেছেন।

১৩ জুন ২০২৫ ইং