ছাগলনাইয়া জমাদ্দার বাজার জিরো পয়েন্টে যানজট নিরসন করেন সহকারী কমিশনার ভূমি




২৬ জুন ২০২৫ ইং
সাহসীকন্ঠ৭১ডট কম ডেস্কঃ

সাহসী কন্ঠ৭১ডট কম ডেস্কঃ ২৬ শে জুন ২০২৫ইং রোজ বৃহস্পতিবার সকালে ছাগলনাইয়া জিরো পয়েন্টে

টানা ৩ ঘণ্টা ৩০ মিনিটের নিরলস প্রচেষ্টায় রাস্তা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়। যানজট নিরসনে ও নতুন নির্মিত আরসিসি রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি)শিবু দাশ, ছাগলনাইয়া, ফেনী। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হয়। পরবর্তীতে ইট-বালুযুক্ত খোয়া এনে মূল রাস্তার সাথে সংযোগ ঘটিয়ে নতুন নির্মিত আরসিসি রাস্তাটি গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।