ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক একটি সিএনজিসহ সিএনজি চোর চক্রের ০৪ সদস্যসকে গ্রেফতার


ছবি সংগ্রহ সাহসী কন্ঠ ৭১

০২ জুলাই ২০২৫ ইং
সাহসীকন্ঠ৭১ডট কম ডেস্কঃ

ছাগলনাইয়া থানা পুলিশ কর্তৃক একটি সিএনজিসহ সিএনজি চোর চক্রের ০৪ সদস্যসকে গ্রেফতার

সাহসীকন্ঠ৭১ডট কম ডেকঃ ০২জুলাই ২০২৫ ইং তারিখে মঙ্গলবার রাতে ১২.৩০ ঘটিকার সময় ছাগলনাইয়া থানাধীন পূর্ব শিলুয়া সাকিনে চৌধুরী বাজারের দক্ষিণে রেজিয়া মার্কেটের সামনে রাস্তার উপর।
ফেনী পুলিশ সুপার, মোঃ হাবিবুর রহমান ও সহকারী পুলিশ সুপার ছাগলনাইয়া সার্কেল,তাসলিম হুসাইন, সার্বিক দিক নিদের্শনায় অভিযান পরিচালনা করে
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ,নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/মোঃ হাবিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চোর চক্রের ০৪ সদস্যসকে গ্রেফতার করে।

আসামী মোঃ সাইফুল ইসলাম(৩০), পিতা- মৃত আব্দুল জব্বার, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- দক্ষিণ আনন্দপুর, কাজী বাড়ী, থানা- ফুলগাজী, জেলা- ফেনী, মোঃ কবির আহাম্মদ(৪৫), পিতা- মৃত আঃ গফুর, মাতা- মৃত মালেকা বেগম, সাং- চিওড়া, জানু দফাদারের বাড়ী, ১২নং চিওড়া ইউনিয়ন, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা, বর্তমান সাং- উত্তর শ্রীপুর, মজুমদার বাড়ী, মুন্সিরহাট ইউনিয়ন, থানা- ফুলগাজী, জেলা- ফেনী, মোঃ মিরাজ(৩২), পিতা- মৃত মমিন উদ্দিন, মাতা- মৃত মোমেনা বেগম, সাং- জোফা, মমিন উদ্দিন তালুকদার বাড়ী, দৈবুগ্যহাটি ইউনিয়ন, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, বর্তমান সাং- বনানীপাড়া, বাতিনি মসজিদের সামনে, থানা- ফেনী সদর, জেলা- ফেনী, মোঃ সবুজ(২৪), পিতা- মনু, মাতা- সখিনা বেগম, সাং- লক্ষীপুর, ৭নং ওয়ার্ড, থানা- কমলনগর, জেলা- লক্ষীপুর, বর্তমান সাং- পলিটেকনিক, মিজানের বাসা, ৫নং পৌর ওয়ার্ড, থানা- ফেনী সদর, জেলা- ফেনীগণ সিএনজি যোগে সন্দেহজনক ঘুরাফেরা করাকালে স্থানীয় লোকজনের সহযোগীতায় তাহাদের আটক করতঃ জিজ্ঞাসাবাদে তাহারা একেকজন একেক ধরনের তথ্য প্রদান করে বিধায় তাহাদের সাথে থাকা সিএনজি গাড়ীটি তল্লাশী করিয়া গাড়ীর যাত্রী সিটের পিছনে ০৩টি মাস্টার কী/চাবি, ০১টি কমন ইঞ্জিন সুইচ, ০১টি তালা ও গ্রীল কাটার মেশিন পাওয়ায় লোকজন তাহাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাহারা জানায় যে, গত ২৭শে জুন২০২৫ ইং তারিখে বাদী মোঃ মনির আহাম্মদ, সাং- পূর্ব শিলুয়া, থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী এর বসত ঘরের সামনে উঠান হইতে সিএনজি গাড়ীটি চুরি করিয়া নিয়ে গেছে। উত্তেজিত লোকজন বর্নিত আসামীদেরকে মারধর করিলে সামান্য আঘাত প্রাপ্ত হইলে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্ণিত আসামীরা পেশাদার সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য। তাহাদের বিরুদ্ধে মোঃ মনির আহাম্মদ বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে তৎপ্রেক্ষিতে তাহাদের বিরুদ্ধে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয় সত্যতা নিশ্চিত করেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জনজরুল ইসলাইসলাম।