রাজবাড়ী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে গার্ড অফ অনার প্রদান করে বিএনসিসি


সাহসীকন্ঠ৭১ডট কম

১৫ জুলাই ২০২৫ ইং
সাহসীকন্ঠ৭১ডট কম ডেস্কঃ

সাহসীকন্ঠ৭১ডট কম ডেস্কঃ গত ১৩ জুলাই ২০২৫ ইং(রবিবার)।

রাজবাড়ী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ইকরামুল করিম-কে বিএনসিসি ক্যাডেটদের গার্ড অফ অনার প্রদান করেন

এসময় উপস্থিত ছিলেন সম্মানিত প্লাটুন কমান্ডার পিইউও সহকারী অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন।

গার্ড কমান্ডার ক্যাডেট সার্জেন্ট এ্যানজেল কুমার শীল ও সহকারী গার্ড কমান্ডার ক্যাডেট ফাহারিয়া আক্তার।

আইটি ও মিডিয়া -ক্যাডেট আরমান মিজি।