পুঠিয়া পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরুণের সহকারী কমিশনার (ভূমি)সিফু দাস


সাহসীকন্ঠ৭১ডট কম

২১ অগাস্ট ২০২৫ ইং
মোঃ জামাল উদ্দিনঃ

মো: জামাল উদ্দিনঃ পুঠিয়া পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরুণের লক্ষ্যে পুঠিয়া, রাজশাহী-এর সহকারী কমিশনার (ভূমি), শিবু দাস একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রধানত ড্রেনে জমে থাকা প্লাস্টিকের পলিথিন ও অন্যান্য আবর্জনা অপসারণ করা হয়, যা জলাবদ্ধতার একটি প্রধান কারণ। স্থানীয় জনগণের সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।