মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • ফেনী

  • বাংলাদেশ

    খ্রিস্টীয় ৭ম থেকে ৮ম শতাব্দী: আরব বণিকরা ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের মতো উপকূলীয় অঞ্চলে আসা-যাওয়া করতেন। তাদের মাধ্যমেই বাংলাদেশে প্রথম ইসলামের বার্তা পৌঁছায়

    থেকে
    প্রকাশ: ২৬ জুলাই ২০২৫ ইং
          204
    ছবি: সাহসীকন্ঠ৭১ডট কম
      Print News

    বাংলাদেশে ইসলামের আগমন ঘটে মূলত দুটি প্রধান ধারায়:

    ১. বাণিজ্য ও সুফি সাধকদের মাধ্যমে (প্রথম দিককার আগমন):

     * খ্রিস্টীয় ৭ম থেকে ৮ম শতাব্দী: আরব বণিকরা ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের মতো উপকূলীয় অঞ্চলে আসা-যাওয়া করতেন। তাদের মাধ্যমেই বাংলাদেশে প্রথম ইসলামের বার্তা পৌঁছায়।

     * ৬২০ খ্রিস্টাব্দ: কিছু গবেষণা ও প্রাপ্ত শিলালিপি অনুসারে, নবী মুহাম্মাদ (সা.)-এর জন্মগ্রহণের প্রায় ৫০ বছর পর অর্থাৎ ৬২০ খ্রিস্টাব্দেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে। লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের 'মজেদের আড়া' গ্রামে ৬৯০ খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় বলে দাবি করা হয়।

     * সুফি সাধকদের ভূমিকা: ১১শ শতকে সুফি সাধক শাহ সুলতান রুমির মতো ব্যক্তিত্বরা ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা স্থানীয় জনগণকে ইসলাম গ্রহণে উৎসাহিত করে।

    ২. মুসলিম বিজয়ের মাধ্যমে (ব্যাপক প্রসার):

     * ১২০৪ খ্রিস্টাব্দ: ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী কর্তৃক বাংলা বিজয়ের পর বাংলাদেশে ইসলামের ব্যাপক প্রচার ও প্রসার শুরু হয়। তার সামরিক বিজয়ের মাধ্যমে রাজনৈতিকভাবে ইসলামের প্রভাব সুদৃঢ় হয়।

     * ১৩শ শতাব্দী: ১৩০৩ খ্রিস্টাব্দে হযরত শাহজালাল (রহ.) তার তিনশত ষাট জন সঙ্গী নিয়ে সিলেটে আসেন এবং সিলেট বিজয়ের পর এই অঞ্চলে ইসলামের ব্যাপক প্রসার ঘটান।

    সংক্ষেপে, ব্যবসা-বাণিজ্য ও সুফি সাধকদের মাধ্যমে ৭ম-৮ম শতাব্দী থেকেই বাংলাদেশে ইসলামের আগমন শুরু হয়েছিল, তবে রাজনৈতিক বিজয় এবং সুফিদের ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এটি ১৩শ শতাব্দী থেকে ব্যাপকভাবে প্রসার লাভ করে।

    আপনার মন্তব্য লিখুন
    পাকা তাল বেশি বেশি খাবেন
    ০৮ অগাস্ট ২০২৫ ইং
    Total Visitors : 692722
    সম্পাদক ও প্রকাশক : আবদুল হালিম
    সহ-সম্পাদক : মোঃ কামাল হোসেন
    ০১৮১৪-৭২৩৩৩৪, shahosikontho71@gmail.com
    সাহসীকন্ঠ ৭১ ডট কম
    শাখা অফিসঃ
    অলি মিজি ভবন, পশ্চিম ছাগলনাইয়া, ফেনী
    প্রধান কার্যলয়
    কুড়িল বিশ্বরোড,কুড়াতলী ঢাকা-১২২৯,৩০০" ফিট রাস্তা পার্শ্বে